খুবই সুন্দর প্রশ্ন। যেহেতু অবিবাহিতরাই বিবাহ সম্পর্কে বেশি জানে তাই এই প্রশ্নের উত্তর দেওয়া উচিৎ মনে করছি।
- একজন ভালো স্বামী কখনোও তার স্ত্রীর বলা গোপন কথা অন্য কাউকে বলবে না।
- একজন ভালো স্বামী তার স্ত্রীর কাছে ভালোবাসার পরিমাণ করতে বার বার ভালো বাসার প্রমাণ চাইবে না।
- একজন ভালো স্বামী তার স্ত্রীর মা বাবাকে কখনো ছোট করে কথা বলবে না।
- একজন ভালো স্বামী সবসময় তার স্ত্রীকে বারবার মুখে না বললেও কাজের মাধ্যমে বুঝাবে যে, সে তার পাশে সব সময়ই আছে।
- একজন ভালো স্বামী তার স্ত্রীকে কখনোই শারীরিক বা মানসিক নিযার্তন করেনা।
- একজন ভালো স্বামী কখনো তার স্ত্রীকে অসম্মান করার বা অপমানিত হওয়ার মত কিছু বলে ও করে না।
- একজন ভালো স্বামী কখনো স্ত্রীর আড়ালে গিয়ে ধোঁকা দেওয়ার মতো কিছু করবে না।
সংসারে দু'জন স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয়জন হলো শয়তান, যে সবসময় সম্পর্কে ভাঙ্গন ধরাতে চায়, রাগিয়ে দিতে চায়, স্বামী বা স্ত্রীকে পাপকাজে নিমজ্জিত করে তাদের পবিত্র সম্পর্কে অপবিত্রতা প্রবেশ করাতে চায়।
No comments:
Post a Comment