Saturday, November 13, 2021

 

বান্ধবী লেখা। আমার স্বামীর সাথে ৭/৮ মিনিট মিলন করার পরেও আমার একটু তৃপ্তি কম লাগে। সে আমাকে কয়েকবার বলেছে তার সাথে আরেকটা পুরুষ সঙ্গী নিতে।আসলে আমার মনে হয় এই কথা বলার পর থেকে তৃপ্ত হচ্ছিনা সে কয়েকবার বলেছিলো তার নাকি ইচ্ছা। করণীয় কী?

একটু সুখের জন্য খাল কেটে কুমিড় আনবেন, culture টা Western-Europe হলে ঠিক আছে। কিছু দিন পর আপনার স্বামী নতুন একজন মেয়েকে আপনার পাশাপাশি মিলিত হলে আপনি সহজভাবে নিতে পারবেন তো ? যদি না পারেন তাহলে আপনার ঐ পথে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, পরে আপনার নতুন নতুন পার্টনার না হলে আর মজা পাবেন না….এটা বাজে ড্রাগস এর মতো। তৃতীয়ত, আপনি ভয়ানক ব্লেকমেইলিং এর শিকার হতে পারেন, তৃতীয় ব্যাক্তি বা আপনার স্বামী দ্বারা, খুব তারাতারি আপনি জীবননাশ হতে পারে।

সমাধান : ১০-১৫ টা মিলিত হবার আসন আয়ত্ত্ব করে নিন। ৫ মিনিট পর পর আসন পরিবর্তন করুন, মিলিত হওয়ার পর তারাহুরো না করে টাইম বাড়ান, ২০-৩০ মিনিটে নিয়ে যান। আর আউট হয়ে গেলে….২০-৩০ মিনিট রেস্ট নিন, চকলেট মিল্ক/ লবঙ্গ+আদা চা চিনি ছাড়া, ২ টা কলা খেয়ে আবার খেলায় মেতে উঠুন।আপনার শেষ মুহুর্তে স্বামীর উপরে উঠে জোড়ে জোড়ে করুন। দেখবেন মজা পেতে একজনই যথেষ্ট।

No comments:

Post a Comment

মেয়েদের সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানাবেন কি?

  মেয়েদের সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানাবেন, ১.যেকোন মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোন ছেলে পছন্দ করাকে উপভোগ করে। ২....