মেয়েটি কেমন হবে, এটা আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে সক্ষম হবেন না। কারো কাছ থেকে শুনে নিয়েও তাকে সম্পূর্ণ ভাবে বুঝতে পারবেন না। অন্যদের থেকে শুনে আপনি আংশিক ধারণা পেতে পারেন মাত্র।
ভালো খারাপের বিচারে আপনাকে তার সাথে মিশতে হবে, ভালো সম্পর্ক তৈরি করতে হবে, তারপর ধীরে ধীরে সে ভালো কিংবা খারাপ আপনি নিজেই বুঝতে পারবেন। কারো কাছে আর শুনতে হবেনা।
ব্যাক্তিগত একটা কথা বলবো- "যে মেয়ে আপনার সামনে কেদে ভাসাবে তার থেকে অন্তত ১০০০ হাজার হাত দূরে থাকার চেষ্টা করুন!"
যে আপনাকে ভালোবাসবে, আপনার জন্য ভাব্বে সে কখনো আপনার সামনে কাদবে না। অন্তত একান্ত আপন ভাবে কাছে পাওয়ার আগ পর্যন্ত।
[সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা ]
No comments:
Post a Comment