ভ্রূণ অবস্থায় মা এবং সন্তান পরস্পরের সাথে যুক্ত থাকেন নাভিরজ্জু দ্বারা।
এই নলসদৃশ নাভিরজ্জু দিয়ে মায়ের দেহ থেকে পুষ্টি, অক্সিজেন এসে ভ্রূণকে পরিপুষ্ট করে।
জন্মের পরে ডাক্তাররা ওই রজ্জু বিচ্ছিন্ন করে দেন, যা আমাদের শরীরে একটি দাগ হিসাবে থেকে যায়।
.
.
মজার বিষয় - যমজ ব্যাক্তিদের আপনি নাভির গঠন দেখে আলাদা করতে পারবেন। কারণ নাভি ক্রোমোজোম দ্বারা তৈরী হওয়া কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এটি প্রকৃতপক্ষে একটি দাগ (scar)।
No comments:
Post a Comment