Saturday, October 23, 2021

মানবদেহে নাভির কাজ কি?

 

মানবদেহে নাভির কাজ কী?

ভ্রূণ অবস্থায় মা এবং সন্তান পরস্পরের সাথে যুক্ত থাকেন নাভিরজ্জু দ্বারা।

এই নলসদৃশ নাভিরজ্জু দিয়ে মায়ের দেহ থেকে পুষ্টি, অক্সিজেন এসে ভ্রূণকে পরিপুষ্ট করে।

জন্মের পরে ডাক্তাররা ওই রজ্জু বিচ্ছিন্ন করে দেন, যা আমাদের শরীরে একটি দাগ হিসাবে থেকে যায়।

.

.

মজার বিষয় - যমজ ব্যাক্তিদের আপনি নাভির গঠন দেখে আলাদা করতে পারবেন। কারণ নাভি ক্রোমোজোম দ্বারা তৈরী হওয়া কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এটি প্রকৃতপক্ষে একটি দাগ (scar)।

No comments:

Post a Comment

মেয়েদের সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানাবেন কি?

  মেয়েদের সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক কৌশল জানাবেন, ১.যেকোন মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোন ছেলে পছন্দ করাকে উপভোগ করে। ২....